Tuesday, April 10, 2012

১০৬) সূরা কোরাইশ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৪

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

لِإِيلَافِ قُرَيْشٍ
কোরাইশের আসক্তির কারণে,
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ
আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ
অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। 



দায়লামী এ হাদীসটি সংগ্রহ করেছেন।

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ বলেন, “তুমি কি খাটিয়ার উপর কোন মরদেহ দেখ নি? ”        

No comments:

Post a Comment