Tuesday, April 3, 2012

১১১) সূরা লাহাব ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৫

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,

مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ

কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ

এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ

তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।

 

আবুশ্‌ শায়খ এ হাদীসটি সংগ্রহ করেছেন।

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ বলেছেন, “আমার নৈকট্য সন্ধানীদের মধ্যে সংযমী লোকের সমান নৈকট্য অর্জন আর কারো দ্বারা সম্ভব হয়নি।”

No comments:

Post a Comment