Tuesday, April 3, 2012

১০৯) সূরা কাফিরুন ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৬

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ

বলুন, হে কাফেরকূল,

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ

আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি

وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ

এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। 

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

 

তিবরানী এ হাদীসটি হযরত আবূ উমামা (রা) থেকে সংগ্রহ করেছেন।

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- রোযা ঢালস্বরূপ, তা মু’মিনের দুর্গসমূহের একটি দুর্গ। আমল তার আমলকারীর জন্য। আল্লাহ্‌ বলেন, “রোযা আমার জন্য এবং আমিই ওর প্রতিদান

No comments:

Post a Comment